স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে (০৩ মে) বিশ রমজান তালাইমারি এলাকায় প্রায় শ’খানেক দরিদ্র,পথচারী ও রিক্সাওয়ালাদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে ৷
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন , মতিহার থানার ইনচার্জ সিদ্দীকুর রহমান এবং সাব-ইন্সপেক্টর ইমরান হোসেন ৷ এসময় আরও উপস্থিত ছিলেন, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ্ আল নোমান ও সাধারণ সম্পাদক ইসতিয়াক তানভীর সরকার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ আমান রিমন ও সহ-সভাপতি মৌমিতা পারভীন । এছাড়া নিউ গভ ডিগ্রী কলেজের সাধারন সম্পাদক জুলফিকার আলী, রাজশাহী মডেল কলেজের সমন্বয়ক ফয়সাল বিন সারোয়ার নিয়ন সহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইউনিটের পলক,তন্ময়,ওয়াসিক, পলক, নাজ,আয়েশা,ফারজানা,ওহি,সজল, আকাশ, শাওন, রিপন সহ সকল অন্যান্য সদস্যবৃন্দ ৷
এবিষয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মৌমিতা পারভীন শিক্ষাজব কে বলেন , এই করোনাকালীন সময়ে আমরা যতটুটু সম্ভব সকল সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি অল্প পরিসরে হলেও আমরা তা করেছি এবং আগামীতেও তাদের পাশে থাকতে চাই । ইদকে সামনে রেখে আমরা একটি উদ্যোগ হাতে নিয়েছি শীঘ্রই তা অনুষ্ঠিত হবে ।