রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৯ জুলাই) এক সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। উপাচার্য জানান, আগামী ১৬, ১৭ ও ১৮ আগস্টে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় তা নির্ধারিত সময়ে সম্ভব হচ্ছে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। এদিকে, সোমবার (১৯ জুলাই) সিদ্ধান্তের প্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি আজ অনুমোদন দেওয়া হয়। এর আগে, চলতি বছরের মার্চ মাসে ১৪ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ২০ মে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারিখ পিছিয়ে আগস্টে ভর্তি পরীক্ষার সময়মূচি প্রকাশ করে রাবি কর্তৃপক্ষ।