শিক্ষাজব ডেস্ক:
দেশে করনা ভাইরাস সংক্রমণ রোধে মার্চ মাসের মাঝামাঝি থেকে সকল বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ-মাদরাসা ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে। বিভিন্ন স্কুল কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। আর অনলাইন ক্লাস করার মত ডিভাইস কেনার সামর্থ্য না থাকায় শিক্ষার্থীদের তালিকা চেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০ আগস্টের মধ্যে এ তালিকা ‘ছাত্র পরামর্শ ও নির্দেশনা’ দপ্তরের পরিচালককে পাঠাতে বলা হয়েছে সব বিভাগীয় প্রধানদের।এ সব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে যবিপ্রবি কর্তৃপক্ষ।
সূত্র: দৈনিক শিক্ষা