রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনা হাবিবা খাতুন (৫) নামের স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার তেঁথুলিয়া বাজারের এই দুর্ঘটনা ঘটে।
হাবিবা খাতুন উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও নওদাপাড়া গ্রামের মুনসুর আলীর মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাবিবা খাতুন উপজেলার তেঁথুলিয়া বাজার থেকে চকলেট কিনে বাড়ি ফিরছিল। এসময় সে বাজারের দক্ষিণ পাশে দুলালের হার্ডওয়ারের দোকানের সামনে পৌছালে বাঘার দিক থেকে আসা চার চাকার ভটভটি গাড়ির আঘাতে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তবে স্থানীয়রা গাড়িসহ চালক হাবিবকে আটক করে। চালক হাবিবের বাড়ি পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি গ্রামে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এবিষয়ে কারও কোন অভিযোগ নেই। তবে পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।